Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কি ভাবে পাবেন

কি সেবা কীভাবে পাবেন

 

১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে।


ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ

খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ

ট্রেডের নামঃ
১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিগিৎসামৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স
মেয়াদঃ ৩ মাস ।
প্রশিক্ষণ শুরুর সময়ঃ জুলাই , অক্টোবর ,জানুয়ারী ও এপ্রিল মাসের শুরুতে অথবা বিজ্ঞপ্তি অনুযায়ী
আসন সংখ্যা -৬০ জন ( আবাসিক )।
শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা এবং জামানত ১০০ টাকা (ফেরতযোগ্য)
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ৪৫০০ টাকা ভাতা প্রদান করা হয়।

। পোষাক তৈরী ( মহিলাদের জন্য )

মেয়াদ – ৩ মাস

প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই , অক্টোবর,  জানুয়ারী ও এপ্রিল মাসের শুরুতে

আসন সংখ্যা- ২৫ জন। ( অনাবাসিক )

শিক্ষাগত যোগ্যতা –ন্যূনতম ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৫০ টাকা।

৩। মৎস চাষ

মেয়াদ -১ মাস ।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।

 আসন সংখ্যা – ২৫ জন।

শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৫০ টাকা।

৪। কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন

মেয়াদ-৬ মাস ।

প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই  মাসের ১ তারিখে

আসন সংখ্যা – ৭০ জন।

শিক্ষাগত যোগ্যতা –ন্যূনতম এইচ এস সি শ্রেণী পাস।

কোর্স ফি – ১০০০ টাকা।

৫। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

মেয়াদ -৬ মাস ।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই  মাসের ১ তারিখ

আসন সংখ্যা –৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

৬। ইলেক্ট্রনিক্স 

মেয়াদ -৬ মাস ।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী , জুলাই  মাসের ১ তারিখ।

আসন সংখ্যা – ৩০ জন।

শিক্ষাগত যোগ্যতা –ন্যূনতম ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

৭। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং

 মেয়াদ -৬ মাস ।

প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী , জুলাই  মাসের ১ তারিখ।                     

আসন সংখ্যা – ৩০ জন।                   

শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।

কোর্স ফি – ৩০০ টাকা।

প্রশিক্ষণসমুহ  গ্রহণে আগ্রহী নাটোর জেলার বেকার যুব /যুব মহিলাগন ভর্তি বিজ্ঞপ্তি জারী হলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন।

উপপরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মেডিপ্যাথ ভবন, চকরামপুর, নাটোর।

টেলিফোন : ০২ ৫৮৮৮৭৩৬৬৯

ই-মেইল-ddnatore@dyd.gov.bd

মোবাইল: ০১৭১২ ৭১৮৯৮৪ (উপপরিচালক)

অথবা

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , নাটোর জেলার সকল উপজেলা।

অপ্রাতিষ্ঠানিক ( ভ্রাম্যমান ) ট্রেড সমূহঃ

সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বা যুব সংগঠন / ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যুে হিসেবে ব্যাবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহণ খরচ হয় না ও সময় কম লাগে। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না । বরং তাদেরকে উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়। অপ্রাতিষ্ঠানিক ট্রেডসমূহ নিম্নরূপঃ

পারিবারিক হাঁস মুরগি পালন

গরু মোটা-তাজা করন 

গাভি পালন 

বসত বাড়ীতে সব্জী চাষ 

নার্সারি বনায়ন 

ছাগল পালন 

মৎস চাষ 

পোষাক তৈরি 

এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয় ।

যোগাযোগের ঠিকানাঃ  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা,নাটোর।     
 

ঋণ কর্মসূচি:

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই  ধরণের ঋণ দিয়ে থাকে ।

১) একক ঋণ
২) গ্রুপ ঋণ

ব্যক্তি/একক ঋণ/যুব ঋণ:- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয় ।ব্যক্তি শ্রেণী ঋণ আবার দুই প্রকার:
১) প্রাতিষ্ঠানিকঃ প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান  সর্বোচ্চ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ।

২)  অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৬০,০০০/(ষাট) হাজার টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয় ।

সফল ভাবে ঋণ পরিশোধকারীকে ৩ বার ঋণ প্রদান করা হয় ।ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ৫% যা ক্রমহ্রাসমান হারে ২.৫ % এ নির্ধারিত হয় ।

যোগাযোগের ঠিকানাঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , সংশ্লিষ্ট উপজেলা , নাটোর।

গ্রুপ ঋণ/পরিবারভিত্তিক ঋণ

পরিবারের সদস্যদের নিয়ে গ্রুপ গঠন করে এ প্রকারের ঋন দেয়া হয়। এ ঋণ পরিবারভিত্তিক  প্রদান করা হয় । পারিবারিক ঐতিহ্য রক্ষা  ও মুল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রীতি , শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে  পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে  স্বকর্মসংস্থান সৃষ্টিই এ প্রকার ঋণ কর্মসূচির মুল লক্ষ্য ।
কর্মসূচির আওতায় ৫ জন সদস্য নিয়ে ১টা গ্রুপ এবং ৮-১০ টি গ্রুপ নিয়ে ১ টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি সদস্য ১ম দফায় ১২,০০০/ টাকা করে ঋণ প্রদান করা হয়। ৩ সপ্তাহ গ্রেস পিরিয়ড বাদে ৫০ সপ্তাহে এ ঋণ পরিশোধ করতে হয়।পরিশোধের পর ধারাবাহিক ভাবে ৩য় দফা পর্যন্ত় এ ঋণ দেওয়া হয়। প্রতি দফায় ঋণের পরিমান ৪০০০/ টাকা করে বৃদ্ধি পায় ৩য় দফায় এক জন ঋন গ্রহিতা ২০,০০০/ টাকা ঋন পায়। সার্ভিস চার্জ ৫% যা ক্রমহ্রাসমান হারে ২.৫ % এ দাঁড়ায়।

যোগাযোগের ঠিকানাঃ লালপুর , সিংড়া্, বড়াইগ্রাম, গুরুদাসপুর  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।

যুব সংগঠনকে রেজিস্ট্রেশন/নিবন্ধন প্রদান :

বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনসমূহকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সম্পৃক্তকরণের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে থাকে।যুব উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন সহযোগী  হিসেবে যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করে। যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০১৭ অনুযায়ী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে নিবন্ধন প্রদান করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা- উপপরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর ,

মেডিপ্যাথ ভবন, নাটোর

ফোন নম্বরঃ ০২ ৫৮৮৮৭৩৬৬৯

মোবাইল নম্বর: ০১৭১২৭১৮৯৮৪ (উপপরিচালক)

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা।নাটোর।

যুব সংগঠনকে অনুদান প্রদানঃ

যুব সংগঠনসমূহকে দেশ গঠন মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা  প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয় ।তা ছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠন সমূহকে অনুন্নয়ন খাত থেকেও অনুদান দেয়া হয়।

যোগাযোগের ঠিকানা- উপপরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর , নাটোর।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সংশ্লিষ্ট উপজেলা। নাটোর।

সার্ক ইয়ূথ এওয়ার্ড:

দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও অনুকরণীয় যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সাল থেকে ” সার্ক ইয়ূথ এওয়ার্ড” স্কীম চালু করা হয় । বাংলাদেশে এওয়ার্ড প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।

কমনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান-

যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান, সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব / যুব সংগঠনকে কমনওয়েলথ ইয়ূথ এওয়ার্ড প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- পরিচালকে ( বাস্তবায়ন ) প্রধান কার্যালয়, ঢাকা।
উপ-পরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।

জাতীয় যুব পুরস্কার:

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহনপূর্বক  আত্মকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে  এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে  সে  সকল যুব /যুব মহিলা প্রকল্প গ্রহণকারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয় । তা ছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানা- উপপরিচালক
উপপরিচালক ( জেলা কার্যালয় )।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ।

তথ্য প্রদান-

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল প্রকার সেবা কর্মকান্ডের তথ্য  প্রদান করা হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ মোঃ সাহাবুদ্দীন সরদার, সহকারী পরিচালক, নাটোর জেলা কার্যালয়
মোবাইলঃ ০১৭১১ ১৬৭১০৪

বিভিন্ন অনিয়ম বিষয়ে অভিযোগঃ

সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা যাবে:

উপপরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
নাটোর।

অথবা
মহাপরিচালক , যুব উন্নয়ন অধিদপ্তর , ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা ।