Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব উন্নয়ন অধিদপ্তর, নাটোর জেলা কর্তৃক প্রদত্ত সেবা কার্যক্রম  :

 

০১।     প্রশিক্ষণ সংক্রান্তঃ

                প্রাতিষ্ঠানিক ট্রেড সমূহ ;

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

কোর্স শুরুর মাস

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

কোর্স ফি

০১

গবাদিপশু,হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি

৩ মাস

জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল

৬০ জন

 (আবাসিক)

৮ম শ্রেণী

১০০ টাকা 

০২

পোষাক তৈরী 

৩  মাস

 


প্রতি ১ জুলাই, অক্টোবর ও জানুয়ারী

২৫ জন 

(অনাবাসিক)

 


 

৮ম শ্রেণী

৫০ টাকা

০৩

মৎস্য চাষ

১ মাস

প্রতি মাসের ১ তারিখ

২৫ জন 

(অনাবাসিক)

৮ম শ্রেণী

৫০ টাকা

 

 

         

০৪

কম্পিউটার বেসিক

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৭০ জন 

(অনাবাসিক)

এইচ.এস.সি

১,০০০ টাকা

০৫

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন 

(অনাবাসিক)

অষ্টম শ্রেণী

৩০০ টাকা

০৬

ইলেকট্রনিক্স

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন

 (অনাবাসিক)

অষ্টম শ্রেণী

৩০০ টাকা

০৭

ইলেকট্রিক্যাল এন্ড হাউজ

ওয়ারিং

৬ মাস

প্রতি ১ জুলাই ও জানুয়ারী

৩০ জন 

(অনাবাসিক)

অষ্টম শ্রেণী

৩০০ টাকা

যোগাযোগের ঠিকানাঃ- উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মেডিপ্যাথ ভবন, চকরামপুর নাটোর।

 

 

অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমাণ) ট্রেড সমূহ:

ক্রঃ নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

০১

পারিবারিক হাঁস-মুরগী পালন

৭/১৫/২১ দিন

৮ম শ্রেণী

০২

ছাগল পালন

-ঐ-

-ঐ-

০৩

গরু মোটা-তাজাকরণ

-ঐ-

-ঐ-

০৪

পারিবারিক গাভী পালন

-ঐ-

-ঐ-

০৫

মৎস্য চাষ

-ঐ-

-ঐ-

০৬

বসত বাড়ীতে সবজি চাষ

-ঐ-

-ঐ-

০৭

নার্সারী

-ঐ-

-ঐ-

০৮

পোষাক তৈরী

-ঐ-

-ঐ-

০৯

স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রেড নির্ধারণ

-ঐ-

-ঐ-

উক্ত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ উপজেলা পর্যায়ে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠন ক্লাবে অনুষ্ঠিত হয়ে থাকে। অপ্রাতিষ্ঠানিক তথা ভ্রাম্যমাণ প্রশিক্ষণের জন্য কোন কোর্স ফি এর প্রয়োজন হয় না।

যোগাযোগের ঠিকানাঃ- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, নাটোর।

 

০২।     ঋণ কর্মসূচিঃ-

              যুব ঋণঃ - প্রশিক্ষিত উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ এর মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে   শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের ঋণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। ঋণের শ্রেণী বন্যাস নিম্নরুপঃ

(।)      প্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকুলে ৬০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

(।।)       অপ্রাতিষ্ঠানিক ট্রেডঃ- একজন যুব/যুব মহিলাকে তার গৃহীত প্রকল্পের অনুকূলে ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

            সফল ঋণ পরিশোধকারীকে সর্বোচ্চ ৩ বার ঋণ প্রদানের ব্যবস্থা আছে। ঋণ পরিশোধের মেয়াদ ২৪ মাস থেকে ৩৬মাস পর্যন্ত। সর্বোচ্চ ৩ মাসের গ্রেস পিরিয়ড প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ৫% যা ক্রমহ্রাসমান হারে প্রায় অর্ধেক।

যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা, নাটোর।

 

(খ) পরিবারভিত্তিক ঋণঃ-

পারিবারিক ঐতিহ্য রক্ষাসহ মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে পারিবারিক সম্প্রীতি, শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে পরিবারকে উন্নয়নের একক হিসেবে প্রাধান্য দিয়ে স্বীয় পরিবেশে স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়ে আসছে। কর্মসূচির আওতায় ৫ জন সদস্যকে নিয়ে ১টি গ্রুপ এবং ৮ থেকে ১০টি গ্রুপ নিয়ে ১টি কেন্দ্র গঠন করা হয়। প্রতি গ্রুপের একজন গ্রুপ প্রধান এবং প্রতি কেন্দ্রে একজন কেন্দ্র প্রধান থাকেন। কেন্দ্রের প্রতি সদস্যকে ১ম দফায় ১২,০০০ টাকা, ২য় দফায়  ১৬,০০০ টাকা, ৩য় দফায় ২০,০০০ টাকা  ঋণ প্রদান করা হয়ে থাকে। সফল ঋণ পরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের ১ জনকে প্রয়োজনে এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়ে থাকে। ঋণের সার্ভিস চার্জ ক্রমহ্রাসমান হারে ৫% যা ঋণ পরিশোধের পর শেষ ২ কিস্তিতে পরিশোধযোগ্য।


(গ) উদ্যোক্তা ঋণঃ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুব, যিনি আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচি থেকে প্রাতিষ্ঠানিক/প্রাতিষ্ঠানিক ট্রেডে ঋণ গ্রহণ করে নিয়মিত ঋণ পরিশোধ করে দৃশ্যমান সফলতা লাভ করেছেন তাকে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১.৫ লক্ষ/ ২.০ লক্ষ টাকা উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়। এ ঋণের কোন গ্রেস পিরিয়ড নাই এবং মাসিক কিস্তিতে ৩৬ মাস থেকে ৪৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। এ ঋণের সার্ভিস চার্জ ক্রমহ্রাসমানহারে  ৫%।

যোগাযোগের ঠিকানাঃ-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

 ০৩। যুব সংগঠনকে নিবন্ধন প্রদানঃ যুব কার্যক্রমের সাথে সম্পৃক্ত বেসরকারী যুব সংগঠনকে যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০১৭ অনুসারে নিবন্ধন প্রদান করা হয়। 

যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, মেডিপ্যাথ ভবন, চকরামপুর, নাটোর।

 

০৪।  যুব সংগঠনকে অনুদান প্রদানঃ

যুব সংগঠন সমূহকে কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়ে থাকে। তাছাড়া কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য অনুন্নয়ন খাত থেকেও প্রতি বছর অনুদান দেয়া হয়ে থাকে।

যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সৌখিন প্লাজা, চকরামপুর নাটোর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা।

 

০৫। সার্ক ইয়ূথ এওয়ার্ড প্রদানঃ-

দক্ষিণ এশিয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও উৎসাহ ব্যাঞ্জক যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ ১৯৯৭ সাল থেকে ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড ’’স্কীম চালু করা হয়। প্রতি বছর সার্ক সচিবালয় থেকে বাংলাদেশেও সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ডে অসাধারন কৃতিত্বের জন্য ‘‘সার্ক ইয়ূথ এওয়ার্ড’’ প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ-

প্রধান কার্যালয়ের পরিচালক/উপপরিচালক (বাস্তবায়ন), জেলা কার্যালয়ের উপ-পরিচালক/সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

 

০৬।  কমনওয়েলথ যুব পুরস্কার প্রদানঃ-

যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, আদিবাসী যুবদের উন্নয়নমূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্পভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য বাংলাদেশী যুব /যুব সংগঠনকে ‘‘কমনওয়েলথ ইয়ুথ এওয়ার্ড ’’প্রদান করা হয়।

 

যোগাযোগের ঠিকানাঃ-

প্রধান কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালক (বাস্তবায়ন), জেলা কার্যালয়ের উপ-পরিচালক/সহকারী পরিচালক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

 

০৭।     জাতীয় যুব পুরস্কার প্রদানঃ-

যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক/যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহন করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরুপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুব/যুব মহিলাকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

যোগাযোগের ঠিকানাঃ- উপ-পরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সৌখিন প্লাজা, চকরামপুর নাটোর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা।

 


 

০৮। তথ্য প্রদানঃ-

যুব  উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ এবং যে কোন কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রদান করা হয়ে থাকে।

 

যোগাযোগের ঠিকানাঃ- জেলা পর্যায়ে উপপরিচালক/ডেপুটি কো-অর্ডিনেটর/সহকারী পরিচালক ও দায়িত্ব প্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।