Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান কর্মসূচি হলো-প্রশিক্ষণ কর্মসূচি। কমপক্ষে ৮ম শ্রেণি পাশ এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ এই প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করতে পারে। প্রশিক্ষণ দুই ধরণের- ১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও ২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।

(১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: জেলা কার্যালয় অথবা যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়।

ক) জেলা কার্যালয় অর্থাৎ উপপরিচালকের কার্যালয়, চকরামপুর, নাটোর কর্তৃক নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সগুলি বাস্তবায়িত হয়:( সাধারণত অনাবাসিক প্রকৃতির)

 ক্রঃ নঃ  প্রশিক্ষণ কোর্সের নাম  কোর্সের মেয়াদ  আসন সংখ্যা  শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)  ভর্তি ফি  ভর্তির সময়  যাতায়াত ভাতা
 ০১।  কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন  ৬ মাস  ৭০ জন  এইচ. এস. সি  ১০০০ টাকা  প্রতি বছরের জুলাই ও জানুয়ারি  ১/২/৩ তারিখে
 ০২।  পোশাক তৈরি  ৩ মাস  ২৫ জন  ৮ম শ্রেণি  ৫০ টাকা  জুলাই, অক্টো. জানু. মার্চ  প্রতিদিন ১০০ টাকা
 ০৩।  মৎস্যচাষ  ১ মাস  ২৫ জন  ৮ম শ্রেণি
 ৫০ টাকা  সেপ্টে.হতে এপ্রিল পরযন্ত প্রতি মাসের ১/২/৩ তারিখে  প্রতিদিন ১০০ টাকা
 ০৪।  ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং  ৬ মাস  ৩০ জন  ৮ম শ্রেণি  ৩০০ টাকা  প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে

 ০৫।  ইলেকট্রনিক্স  ৬ মাস  ৩০ জন  ৮ম শ্রেণি  ৩০০ টাকা  প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে

 ০৬।  রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং  ৬ মাস  ৩০ জন  ৮ম শ্রেণি  ৩০০ টাকা  প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে

 এছাড়াও বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরও অন্যান্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হয় যেগুলির বিস্তারিত যথাসময়ে বিজ্ঞপ্তির জারীর মাধ্যমে প্রকাশ করা হয়। 

০১। মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং-১ মাস

০২। বিউটিফিকেশন- ১ মাস

০৩। ফ্রি ল্যান্সিং/ আউটসোর্সিং- ১ মাস

১) (খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ যা যুব প্রশিক্ষণ কেন্দ্র, লালপুর, নাটোর কর্তৃক বাস্তবায়িত হয়। প্রশিক্ষণগুলি আবাসিকভাবে পরিচালিত হয়।

 ক্রঃ নঃ  প্রশিক্ষণ কোর্সের নাম  কোর্সের মেয়াদ  আসন সংখ্যা  শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)  ভর্তি ফি  ভর্তির সময়
 ০১।  গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক  ৩ মাস  ৬০ জন  ৮ম শ্রেণি  ১০০ টাকা
১০০ টাকা (জামানত যা ফেরতযোগ্য)
 জুলাই, অক্টোবর, জানুয়ারি অথবা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে)
 ০২।  কৃষি ও হর্টিকালচার  ১ মাস  ৬০ জন  ৮ম শ্রেণি  ১০০ টাকা  ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৩।  পশুপালন  ১ মাস  ৬০ জন  ৮ম শ্রেণি  ১০০ টাকা  ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৪।  মৎস্যচাষ  ১ মাস  ৬০ জন  ৮ম শ্রেণি  ১০০ টাকা  ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
 ০৫।  হাঁস-মুরগি পালন  ১ মাস  ৬০ জন  ৮ম শ্রেণি  ১০০ টাকা  ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে


২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: উপজেলা কার্যালয় কর্তৃক পরিচালিত হয়। এগুলি অনাবাসিকভাবে পরিচালিত হয় এবং এই প্রশিক্ষণ গ্রহণ করতে কোন ভর্তি ফি প্রদান করতে হয় না।

 ক্রঃ নঃ  প্রশিক্ষণ কোর্সের নাম  কোর্সের মেয়াদ  আসন সংখ্যা  শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)  যাতায়াত ভাতা
 ০১।  পারিবারিক হাঁস-মুরগি পালন  ৭ দিন  ৩০ জন  ৮ম শ্রেণি  উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
 ০২।  ছাগল পালন  ৭ দিন  ৩০ জন  ৮ম শ্রেণি উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
০৩।  পারিবারিক গাভী পালন  ৭ দিন  ৩০ জন  ৮ম শ্রেণি  উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
 ০৪।।  নার্সারি  ৭ দিন  ৩০ জন  ৮ম শ্রেণি  উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা

 এ রকম আরো অনেক প্রশিক্ষণ কোর্স স্থানীয় চাহিদা বিবেচনা করে সম্পন্ন করা হয়। এ সকল প্রশিক্ষণ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।