যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের জন্য বিভিন্ন কোর্স ফি প্রদান করতে হয়। তবে উপজেলা পর্যায়ে পরিচালিত অপ্রাতিষ্ঠানিক স্বল্প মেয়াদি (৭ দিন/১৫ দিন) প্রশিক্ষণে কোন কোর্স ফি/ভর্তি ফি প্রদান কতে হয় না।
ক্রমিক নম্বর | প্রশিক্ষণ কোর্সের নাম | কোর্স ফি/ভর্তি ফি/প্রশিক্ষণ ফি |
০১। | গবাদি পশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক | ১০০ টাকা |
০২। | পোশাক তৈরি | ৫০ টাকা |
০৩। | মৎস্যচাষ | ৫০ টাকা |
০৪। | কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন | ১০০০ টাকা |
০৫। | ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং | ৩০০ টাকা |
০৬। | ইলেকট্রনিক্স | ৩০০ টাকা |
০৭। | রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং | ৩০০ টাকা |
বিশেষ কোর্সসমূহের কোর্স ফি সরকার নির্ধারিত হারে প্রদান করতে হয়। তবে তা সাধারণত ১০০/২০০/৫০০/১০০০ টাকা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS