যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান কর্মসূচি হলো-প্রশিক্ষণ কর্মসূচি। কমপক্ষে ৮ম শ্রেণি পাশ এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ এই প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করতে পারে। প্রশিক্ষণ দুই ধরণের- ১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও ২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।
(১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: জেলা কার্যালয় অথবা যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়।
ক) জেলা কার্যালয় অর্থাৎ উপপরিচালকের কার্যালয়, চকরামপুর, নাটোর কর্তৃক নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্সগুলি বাস্তবায়িত হয়:( সাধারণত অনাবাসিক প্রকৃতির)
ক্রঃ নঃ | প্রশিক্ষণ কোর্সের নাম | কোর্সের মেয়াদ | আসন সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) | ভর্তি ফি | ভর্তির সময় | যাতায়াত ভাতা |
০১। | কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন | ৬ মাস | ৭০ জন | এইচ. এস. সি | ১০০০ টাকা | প্রতি বছরের জুলাই ও জানুয়ারি ১/২/৩ তারিখে |
|
০২। | পোশাক তৈরি | ৩ মাস | ২৫ জন | ৮ম শ্রেণি | ৫০ টাকা | জুলাই, অক্টো. জানু. মার্চ | প্রতিদিন ১০০ টাকা |
০৩। | মৎস্যচাষ | ১ মাস | ২৫ জন | ৮ম শ্রেণি
|
৫০ টাকা | সেপ্টে.হতে এপ্রিল পরযন্ত প্রতি মাসের ১/২/৩ তারিখে | প্রতিদিন ১০০ টাকা |
০৪। | ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং | ৬ মাস | ৩০ জন | ৮ম শ্রেণি | ৩০০ টাকা | প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে |
|
০৫। | ইলেকট্রনিক্স | ৬ মাস | ৩০ জন | ৮ম শ্রেণি | ৩০০ টাকা | প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে |
|
০৬। | রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং | ৬ মাস | ৩০ জন | ৮ম শ্রেণি | ৩০০ টাকা | প্রতি বছরের জুলাই ও জানুয়ারি
১/২/৩ তারিখে |
|
এছাড়াও বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আরও অন্যান্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হয় যেগুলির বিস্তারিত যথাসময়ে বিজ্ঞপ্তির জারীর মাধ্যমে প্রকাশ করা হয়।
০১। মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং-১ মাস
০২। বিউটিফিকেশন- ১ মাস
০৩। ফ্রি ল্যান্সিং/ আউটসোর্সিং- ১ মাস
১) (খ) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ যা যুব প্রশিক্ষণ কেন্দ্র, লালপুর, নাটোর কর্তৃক বাস্তবায়িত হয়। প্রশিক্ষণগুলি আবাসিকভাবে পরিচালিত হয়।
ক্রঃ নঃ | প্রশিক্ষণ কোর্সের নাম | কোর্সের মেয়াদ | আসন সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) | ভর্তি ফি | ভর্তির সময় |
০১। | গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক | ৩ মাস | ৬০ জন | ৮ম শ্রেণি | ১০০ টাকা
১০০ টাকা (জামানত যা ফেরতযোগ্য) |
জুলাই, অক্টোবর, জানুয়ারি অথবা ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে) |
০২। | কৃষি ও হর্টিকালচার | ১ মাস | ৬০ জন | ৮ম শ্রেণি | ১০০ টাকা | ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে |
০৩। | পশুপালন | ১ মাস | ৬০ জন | ৮ম শ্রেণি | ১০০ টাকা | ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে
|
০৪। | মৎস্যচাষ | ১ মাস | ৬০ জন | ৮ম শ্রেণি | ১০০ টাকা | ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে |
০৫। | হাঁস-মুরগি পালন | ১ মাস | ৬০ জন | ৮ম শ্রেণি | ১০০ টাকা | ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে |
২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ: উপজেলা কার্যালয় কর্তৃক পরিচালিত হয়। এগুলি অনাবাসিকভাবে পরিচালিত হয় এবং এই প্রশিক্ষণ গ্রহণ করতে কোন ভর্তি ফি প্রদান করতে হয় না।
ক্রঃ নঃ | প্রশিক্ষণ কোর্সের নাম | কোর্সের মেয়াদ | আসন সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) | যাতায়াত ভাতা |
০১। | পারিবারিক হাঁস-মুরগি পালন | ৭ দিন | ৩০ জন | ৮ম শ্রেণি | উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা |
০২। | ছাগল পালন | ৭ দিন | ৩০ জন | ৮ম শ্রেণি | উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা
|
০৩। | পারিবারিক গাভী পালন | ৭ দিন | ৩০ জন | ৮ম শ্রেণি | উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা |
০৪।। | নার্সারি | ৭ দিন | ৩০ জন | ৮ম শ্রেণি | উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ১০০ টাকা |
এ রকম আরো অনেক প্রশিক্ষণ কোর্স স্থানীয় চাহিদা বিবেচনা করে সম্পন্ন করা হয়। এ সকল প্রশিক্ষণ গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS