Wellcome to National Portal
Main Comtent Skiped

registration of youth organization

যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০১৫ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০১৭ অনুযায়ী স্বেচ্ছাসেবী বেসরকারী যুব সংগঠনগুলিকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন প্রদান করা হচ্ছে।

যুব সংগঠন নিবন্ধন করার নিমাবলী 

(১) নিবন্ধন সনদ, বা ক্ষেত্রমত, স্বীকৃতিপত্র গ্রহণ ব্যতীত কোন যুব সংগঠন আইনের অধীন কোন যুব কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না।

(২) যুব সংগঠন নিবন্ধনের উদ্দেশ্যে ফরম-‘ক’ এবং স্বীকৃতিপত্রের জন্য ফরম-‘খ’ অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।

(৩) উপ-বিধি (২) এর অধীন আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত ফি ও দলিলাদি দাখিল করিতে হইবে, যথাঃ
- (ক) অর্থনৈতিক কোড ১-৩৬৪০-০০০০-১৮৩৬ এর অনুকূলে প্রদত্ত অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার ট্রেজারি চালানের কপি;
- (খ) তফসিল অনুসারে প্রণীত যুব সংগঠনের গঠনতন্ত্রের অনুলিপি, যাহার প্রতি পাতায় যুব সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম, সাক্ষর সিলমোহর থাকিবে;
- (গ) নির্বাহী পরিষদের সদস্যগণের তালিকা;
- (ঘ) পূর্ববর্তী বৎসরের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুলিপি;
- (ঙ) পূর্ববর্তী বৎসরের হিসাবের বার্ষিক বিবরণীর অনুলিপি (স্বীকৃতিপত্রের ক্ষেত্রে);
- (চ) হালনাগাদ ব্যাংক হিসাব বিবরণী; এবং
- (ছ) যুব সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।